Cucumber is good to eat only . it has many qualities/Benifits of cucmber By All Thing 2020
There is no problem in giving a vegetable to those who do not like to eat any vegetables That is cucumber 6 These vegetables like mustard in salads It also feels great to just eat However, the use of this vegetable is not limited to salads and meals In addition to health, cucumber is equally beneficial for our skin and hair. Rich in low calorie and dietary fiber, this vegetable has therefore taken its place in the diet chart of beauty conscious women. Let's learn about the different qualities and uses of cucumber.
Cucumber works very well as a toner for oily skin. After washing your face, you can just apply cucumber juice as a toner or you can mix apple cider vinegar, tomato juice and aloe vera gel with cucumber juice to get more quick results.
The bleaching properties of cucumber remove sunburn and brighten the skin and tone the skin. Come from outside, wash your face and apply cucumber juice. This will eliminate sun burn.
Make a paste by blending well in a cucumber blender, mix two teaspoons of lemon juice and one teaspoon of honey and apply on face and neck. Then leave it for 20 minutes and wash it off. This pack brightens the appearance by removing the roughness of the skin.
যাদের কোনও সবজি খেতেই ভাল লাগে না, তাদেরও একটা সবজি দিলে কোনও সমস্যা নেই ৷ সেটা হল শশা ৷ স্যালাডে এই সবজি যেমন মাস্ট ৷ তেমনি শুধু শুধু খেতেও দারুণ লাগে ৷ তবে এই সবজির ব্যবহার শুধু স্যালাড এবং খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না ৷ স্বাস্থ্যরক্ষার পাশাপাশি শশা আমাদের ত্বক এবং চুলের জন্যও সমানভাবে উপকারী। লো ক্যালরি এবং ডায়েট্রি ফাইবারে সমৃদ্ধ এই সবজিটি তাই স্থান করে নিয়েছে, রূপ সচেতন নারীদের ডায়েট চার্টে। এবার আসুন জেনে নেওয়া যাক শশার বিভিন্ন গুণাগুন এবং ব্যবহার সম্পর্কে।
তৈলাক্ত ত্বকের জন্য শশা খুব ভাল টোনার হিসেবে কাজ করে। মুখ ধোয়ার পর শুধু শশার রস টোনার হিসেবে মুখে লাগাতে পারেন অথবা আরও তাড়াতাড়ি ফল পেতে শশার রসের সঙ্গে আপেল সাইডার ভিনেগার, টমেটোর রস এবং অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারেন।
শশাতে থাকা ব্লিচিং প্রপার্টিজ ত্বকের রোদে পোড়া ভাব দূর করে ত্বক উজ্জ্বল এবং স্কিন টোন সমান করে। বাইরে থেকে এসে মুখ ধুয়ে শশার রস লাগান। এটি সান বার্ন দূর করবে।
একটি শশা ব্লেন্ডারে ভাল মতো ব্লেন্ড করে পেস্ট তৈরি করে দু’চামচ লেবুর রস এবং এক চা চামচ মধু মিশিয়ে মুখে এবং ঘাড়ে লাগান। তারপর ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকের রুক্ষভাব দূর করে চেহারা উজ্জ্বল করে।
Comments
Post a Comment
If you have any question? Comments or Inbox me