ত্বকের যত্নে নিমের তেল/Neem oil for skin care By All Thing 2020
Neem oil for skin care
Neem is naturally anti-bacterial and anti-infective which helps to keep the skin healthy and beautiful.
In a report published on a beauty website, cosmetic dermatologist and dermato-surgeon of an aesthetic clinic in India, Dr. According to Rinki Kapoor, many studies have shown that neem contains ‘anti-bacterial’, ‘anti-fungal’, ‘anti-inflammatory’, ‘antiseptic’, ‘antipyretic’ ingredients which have gained popularity for their overall benefits.
Neem oil is also very effective as a solution to various skin problems as it has anti-inflammatory properties and moisturizing properties.
Dry skin solution
Vitamin E in neem oil easily stimulates the skin, removes cracks and smoothest the skin by retaining moisture
How to use: Apply lotion on the palm of the hand and mix two drops of neem oil in it and apply on the skin. It will relieve dryness of the skin. If desired, it can be used as a moisturizer by mixing neem oil in the ratio of 60:30 with wood-nut or sesame oil. Use it all over the body and wait for 30 minutes to wash off.
Eliminates wrinkles
Carotenoids, oleic acid and vitamin E enhance skin tissue and elasticity. And keeps the skin moist. As a result, the impression of age is reduced, the skin is taut, soft and smooth.
Method of use: 30 ml to remove wrinkles. Neem oil, 200 ml. Mix together jojoba oil and five drops of pure lavender oil. Shake well before use. Good results can be obtained by using it twice a day.
Retains moisture
The fatty acids and vitamin E in it easily penetrate deep into the skin and keep the skin smooth and eliminate dryness.
How to use: Moisturize the skin with rose water and mix jojoba and neem oil together and apply on the skin. After 30 minutes, wash your face with cold water.
Acne treatment
Neem's antibacterial properties protect the skin from acne. Its linoleic acid also helps to keep the skin smooth as well as reduce acne scars by removing bacteria.
Method of use: Mix 1/4 teaspoon of neem oil with water, multani soil and make a pack.
Apply a few drops of neem oil on the affected area, wait for 20 minutes and wash off. This oil can be used with a cotton ball if desired. Use regularly until good results are obtained.
However, if you use only neem oil without mixing it with anything, it cannot be kept in the body for more than thirty minutes.
ত্বকের যত্নে নিমের তেল
নিম প্রাকৃতিকভাবে ব্যাক্টেরিয়া ও সংক্রমণরোধী যা ত্বক সুস্থ ও সুন্দর রাখতে সহায়তা করে।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ভারতের এস্থেটিক ক্লিনিকের কস্মেটিক ডার্মাটোলোজিস্ট ও ডার্মাটো-সার্জন ডা. রিংকি কাপুর জানান, অনেক গবেষণায় দেখা গেছে, নিমে রয়েছে ‘অ্যান্টি ব্যাক্টেরিয়াল’, ‘অ্যান্টি ফাঙ্গাল’, ‘অ্যান্টি ইনফ্লেমেটরি’, ‘অ্যান্টিসেপ্টিক’, ‘অ্যান্টিপাইরেটিক’ উপাদান যা সার্বিকভাবে উপকারিতার জন্য জনপ্রিয়তা লাভ করেছে।
আর প্রদাহরোধী উপাদান ও আর্দ্রতা বর্ধক বলে ত্বকের নানান সমস্যার সমাধান হিসেবে নিমের তেলও বেশ কার্যকর।
শুষ্ক ত্বকের সমাধান
নিমের তেলে থাকা ভিটামিন ই সহজেই ত্বককে উদ্দীপিত করে, ফাটা দূর করে ও আর্দ্রতা রক্ষার মাধ্যমে ত্বককে মসৃণ করে তোলে।
ব্যবহার পদ্ধতি: হাতের তালুতে লোশন নিয়ে তাতে দুতিন ফোঁটা নিমের তেল মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। এটা ত্বকের শুষ্কতা দূর করবে। চাইলে কাঠ-বাদাম বা তিলের তেলের সঙ্গে ৭০:৩০ অনুপাতে নিমের তেল মিশিয়ে ময়েশ্চারাইজার বানিয়ে ব্যবহার করা যায়। সারা শরীরে এটা ব্যবহার করে ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।
বলিরেখা দূর করে
ক্যারোটেনয়েডস, ওলেয়িক অ্যাসিড এবং ভিটামিন ই ত্বকের কোষকলা ও স্থিতিস্থাপকতা বাড়ায়। আর ত্বক রাখে আর্দ্র। ফলে বয়সের ছাপ কমে, ত্বক টানটান, কোমল ও মসৃণ হয়।
ব্যবহার পদ্ধতি: বলিরেখা দূর করতে ৩০ মি.লি. নিমের তেল, ২০০ মি.লি. জোজোবা তেল ও পাঁচ ফোঁটা খাঁটি ল্যাভেন্ডার তেল একসঙ্গে মেশান। ব্যবহারের আগে ভালো মতো ঝাঁকিয়ে নিতে হবে। দিনে দুতিন বার ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে।
আর্দ্রতা ধরে রাখে
এতে থাকা ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই সহজেই ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে মসৃণ রেখে শুষ্কভাব দূর করে।
ব্যবহার পদ্ধতি: গোলাপ জল দিয়ে ত্বক আর্দ্র করে নিয়ে জোজোবা ও নিমের তেল একসঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করতে হবে। ৩০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ব্রণের সমাধান
নিমের ব্যাক্টেরিয়া রোধী উপাদান ত্বককে ব্রণ থেকে সুরক্ষিত রাখে। এছাড়াও এর লিনোলিক অ্যাসিড ব্যাক্টেরিয়া দূর করে ত্বক মসৃণ রাখার পাশাপাশি ব্রণের দাগ কমাতে সাহায্য করে।
ব্যবহার পদ্ধতি: পানির সঙ্গে ১/৪ চা-চামচ নিমের তেল, মূলতানি মাটি মিশিয়ে প্যাক বানিয়ে মুখ ও ব্রণ আক্রান্তস্থানে মেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
আক্রান্ত স্থানে কয়েক ফোঁটা নিমের তেল মেখে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। চাইলে তুলার বলের সাহায্যে এই তেল ব্যবহার করা যায়। ভালো ফল না পাওয়া পর্যন্ত নিয়মিত ব্যবহার করতে হবে।
তবে কোনো কিছুর সঙ্গে না মিশিয়ে শুধু নিমের তেল ব্যবহার করলে ত্রিশ মিনিটের বেশি শরীরে রাখা যাবে না।
Comments
Post a Comment
If you have any question? Comments or Inbox me